Homeখেলাধুলাওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে শান্তর বদলে দিপু

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে শান্তর বদলে দিপু

কুঁচকির চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডে খেলতে পারেননি নাজমুল হোসেন শান্ত। তখনই জানা যায়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।শান্তর চোটে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট স্কোয়াডে এসেছে একটি পরিবর্তন। দলে ঢুকেছেন মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু। আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।২২ বছর বয়সী দিপু দেশের হয়ে এর আগে ৪টি টেস্ট খেলেছেন। তবে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি। টেস্টে তার সর্বোচ্চ ইনিংসটি ৩১ রানের।গত শনিবার আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পান শান্ত। ব্যথার কারণে ফিল্ডিংও করতে পারেননি। তার পরিবর্তে ম্যাচ পরিচালনা করেন সহকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।প্রথমে মনে করা হয়েছিল, শান্তর চোট বেশি গুরুতর নয়। কিন্তু এমআরআই করার পর জানা যায়, টাইগার অধিনায়কের বেশ বড় চোটই লেগেছে।

আফগানিস্তান সিরিজ শেষ হতে না হতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলাদেশের। ক্যারিবিয়ানদের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা।আগামী ২২ নভেম্বর শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৯ নভেম্বর। টেস্ট সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments