Homeজেলা সংবাদ স্কয়ারমাতা অনিতা চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

 স্কয়ারমাতা অনিতা চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

এস এম আলম, ১৪ নভেম্বরঃ শ্রদ্ধা আর ভালবাসায় পাবনায় পালিত হয়েছে স্কয়ার পরিবারের মমতাময়ী মা অনিতা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। গতকাল সকালে শোকাবহ পরিবেশে বৈকুন্ঠপুরের এসট্রাস বাংলো বাড়িতে তাঁর সমাধীতে ফুল দিয়ে  শ্রদ্ধা নিবেদন এবং আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানিকতায়  স্মরণ করা হয় মহীয়সী এই নারীকে। প্রায়ত অনিতা চৌধুরী তার জীবদ্দশায় স্নেহ মায়া মমতায় স্কয়ারের প্রায় ৭০ হাজার সহকর্মীকে আত্মিক এক পারিবারিক বন্ধনে আবদ্ধ করেছিলেন। আর এ কারনেই বিশাল এ পরিবারে তিনি ছিলেন  কারো মা আবার কারো বড় মা। স্কয়ার পরিবারের সকল সদস্যকেও তিনি সন্তান সম্বোধন করতেন। স্কয়ার পরিবারের সদস্যরাও তাঁকে ভালোবেসে স্কয়ার মাতা বলেই ডাকতেন।১৯৫৮ সালে স্কয়ারের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে প্রতিষ্ঠানের  ক্রম বিকাশে তিনি স্কয়ারের প্রতিষ্ঠাতা বরেণ্য শিল্প উদ্যোক্তা প্রায়ত স্যামসন এইচ চৌধুরীর সহযোদ্ধা ছিলেন।স্কয়ার মাতা অনিতা চৌধুরী ১৯৩২ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন। ২০২২ সালের ১৩ নভেম্বর তিনি মৃত্যুবরন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments