এস এম আলম, ১৬ নভেম্বর: পাবনায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পদ্মাকোল খাল অবৈধ দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। সকালে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের নিচে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ, জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, পাবনা সদর এসি ল্যান্ড মুরাদ হোসেন, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। স্বেচ্ছাসেবামূলক এ কার্যক্রমে অংশগ্রহণ করেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রভাবশালীদের অবৈধ দখলে পদ্মারকোল পাবনার ইছামতি নদীর দূষিত এক নর্দমায় পরিণত হয়। ব্যাহত হয় পানি নিষ্কাশন প্রক্রিয়া।
পাবনায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পদ্মাকোল খাল অবৈধ দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ
RELATED ARTICLES