Homeখেলাধুলাইন্ডিজের রেকর্ড, ইংল্যান্ডের হার

ইন্ডিজের রেকর্ড, ইংল্যান্ডের হার

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। নিয়মরক্ষার বাকি দুই ম্যাচের প্রথমটিতে বড় স্কোর দাঁড় করিয়েও হেরেছে ইংলিশরা। রানবন্যার ম্যাচে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।ইংলিশদের দেওয়া ৫ উইকেটে ২১৮ রানের জবাবে ক্যারিবিয়ানরা জয় পেয়েছে ৫ উইকেট আর ৬ বল হাতে রেখে। এতে সিরিজে ব্যবধান কমিয়ে ৩-১ করেছে ওয়েস্ট ইন্ডিজ।ঘরের মাঠে রান তাড়ায় এটি ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৭ সালে কেনসিংটনে ভারতের দেওয়া ১৯২ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে টপকেছিল ক্যারিবিয়ানরা।

শনিবার প্রথম ইনিংসে সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ড করেছিল ইংল্যান্ড। তাতেও রক্ষা হয়নি ইংলিশদের। কেননা এই স্টেডিয়ামে গেল জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ উইকেটে ২১৮ রান তোলার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজেরই।১৬টি করে দুই ইনিংসে শনিবার মোট ছক্কা হয়েছে ৩২টি।

ইংল্যান্ডের হয়ে ফিল সল্ট ৩৫ বলে ৫৫, উইল জ্যাকস ১২ বলে ২৫, জস বাটলার ২৩ বলে ৩৮, জেকব বেথেল ৩২ বলে অপরাজিত ৬২ রান ও শেষ দিকে ১৩ বলে ২৪ রান করেন স্যাম কারেন।জবাবে উদ্বোধনী জুটিতে ৯ ওভারে ১৩৬ রান তোলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার এভিন লুইস ও শাই হোপ। এরপর ৩ বলে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। লুইসকে (৩১ বলে ৬৮ রান) ১০তম ওভারের প্রথম বলে আউট করে তৃতীয় বলে নিকোলাস পুরানকে তুলে নেন ইংল্যান্ড স্পিনার রিহান আহমেদ। দ্বিতীয় বলে রানআউট হন হোপ (২৪ বলে ৫৪)।০ রানে ৩ উইকেট হারালেও জয় তুলে নিতে বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজের। রোভম্যান পাওয়েল ও শারফেন রুদারফোর্ডের ব্যাটে জয় পায় ক্যারিবীয়রা।২৩ বলে ৩৮ রান করেন পাওয়েল। ১৭ বলে ২৯ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন রুদারফোর্ড।ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট শিকর করেন গুদাকেশ মোতি। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন রিহান আহমেদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments