এস এম আলম, ১৮ নভেম্বরঃ পাবনা সুজানগর উপজেলা পরিষদের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম।মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, কৃষিবিদ রাফিউল ইসলাম, ওসি মোস্তফা কামাল সহ বিভিন্ন পেশাজিবির নৃত্যবৃন্দ।বক্তব্যে জেলা জেলা প্রশাসক সবাইকে সততার সাথে নিরপেক্ষভাবে নিজ নিজ দ্বায়িত্বে থেকে তাদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।