নরওয়ের ক্রাউন প্রিন্সের ২৭ বছর বয়সী ছেলেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।মারিয়াস বোর্গ হোইবি তার মা মেটে-মেরিট ক্রাউন প্রিন্স হাকনকে বিয়ে করার আগেই জন্মগ্রহণ করেছিলেন।ফৌজদারি বিধি লঙ্ঘন করার জন্য তাকে গ্রেফতার করা হয়। মূলত তিনি এমন একজনের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন যিনি অচেতন বা অন্য কারণে এটি প্রতিহত করতে অক্ষম ছিলেন।ভুক্তভোগীর আইনজীবী জানিয়েছেন, ঘটনার দিনই তাদের মধ্যে দেখা হয়। তাদের মধ্যে কোনো ধরনের সম্পর্কও ছিল না।পুলিশ জানিয়েছে, সোমবার রাতে হোইবিকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ডিটেনশন সেন্টারে রাখ হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।তবে হোইবি এর বিরুদ্ধে আরও পাঁচটি অভিযোগ রয়েছে। যারা অভিযোগ করেছেন তাদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ।
ধর্ষণের অভিযোগে নরওয়ের ক্রাউন প্রিন্সের ছেলে গ্রেফতার
RELATED ARTICLES