Homeখেলাধুলাবছরের শেষটা জয়ে রঙিন করলো আর্জেন্টিনা

বছরের শেষটা জয়ে রঙিন করলো আর্জেন্টিনা

বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় ২০২৪ সালের শেষ ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা কোয়ালিফায়ারের এই ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা।এই ম্যাচে পেরুকে আতিথেয়তা দেয় আর্জেন্টিনা। বুয়েনসে এইরেসে ম্যাচের একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। ৫৫ মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত এসিস্টে গোলটি করেন ইন্টার মিলানের ফরোয়ার্ড। জাতীয় দলের জার্সিতে লাউতারোর এটি ৩২তম গোল। এতে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ ৫ গোলদাতার তালিকায় জায়গা করে নিলেন তিনি। পেরুর বিপক্ষে একটি এসিস্ট করে রেকর্ড করেছেন মেসি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের ৫৮টি এসিস্ট করলেন তিনি। যৌথভাবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ এসিস্টের রেকর্ড এটি। এর আগে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী তারকার সমান এসিস্ট করেছেন আমেরিকার লান্ডন দোনোভান। সব মিলিয়ে ক্যারিয়ারের ৩৭৯তম এসিস্ট করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।প্রথমার্ধে গোল করার বেশকিছুু সুযোগ মিস করে পেরু। গোল মিসের মহড়ায় পিছিয়ে ছিল না আর্জেন্টিনাও। সফরকারী পেরুকে প্রায়ই বিপদেই ফেলে দিয়েছিলেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে আর্জেন্টাইন মিডফিল্ডার করা হেড দুটি পেরুর গোলবারের বাইরে দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত লাউতারোর গোলটিই যথেষ্ট হয় আর্জেন্টিনার জন্য।১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments