এস এম আলম, ২৩ নভেম্বর: পাবনায় চলছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইছামতি নদীর পদ্মাকোলের সাড়ে তিন কিলোমিটার অংশের দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম। সকালে গত ১৯শে নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কাজে অংশগ্রহণ করেন জেলা বিএনপি, জেলা জামায়াত, পৌরসভা, রেড ক্রিসেন্ট, পানি উন্নয়ন বোর্ড ও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর স্বেচ্ছাসেবী সংস্থা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পাবনায় চলছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইছামতি নদীর পদ্মাকোলের দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম
RELATED ARTICLES