Homeখেলাধুলা রোমাঞ্চকর জয় লিভারপুলের

 রোমাঞ্চকর জয় লিভারপুলের

ইয়ান রাশ এবং রজার হান্টের পর লিভারপুলের তৃতীয় ফুটবলার হিসেবে অ্যাওয়ে ম্যাচে ১০০ গোল করলেন মোহাম্মদ। মিসরীয় ফরোয়ার্ডের রেকর্ডগড়া রাতে ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সাউদাম্পটনকে ৩-২ ব্যবধানে হারালো অলরেডরা।সাউদাম্পটনের মাঠে একটা সময় ২-১ গোলে পিছিয়ে পড়েছিল লিভারপুল। সেখান থেকে মোহাম্মদ সালাহর জোড়া গোলে দুর্দান্ত এক জয় তুলে নেয় তারা। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ৮ পয়েন্টে এগিয়ে গেছে টেবিল টপার লিভারপুল।ম্যাচে প্রথম গোলটি করেছিল লিভারপুলই। ৩০ মিনিটে সাউদাম্পটনের রক্ষণের ভুলে বল পান দমিনিক সোবোসলাই। সুযোগ পেয়ে কাজে লাগাতে ভুল করেননি হাঙ্গেরিয়ান তারকা।১২ মিনিট পর সমতায় ফেরে সাউদাম্পটন। অ্যাডাম আর্মস্ট্রংয়ের পেনাল্টি ফিরিয়ে দিলেও শেষ রক্ষা করতে পারেননি লিভারপুল গোলরক্ষক কেলাহার। ফিরতি বলে আর্মস্ট্রং কেলাহারকে গোল পেয়ে যান। ৫৬ মিনিটে ম্যাতেউস ফের্নান্দেসের এগিয়ে যায় সাউদাম্পটন।গোল শোধে মরিয়া হয়ে আক্রমণ শানানো লিভারপুল সমতা ফেরায় ৬৫ মিনিটে। রায়ান গ্রাভেনবার্চের পাস থেকে গোল করেন সালাহ। ৮৩ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল।সালাহর ক্রস ঠেকাতে গিয়ে হ্যান্ডবল করেন সাউদাম্পটনের সুগাওয়ারা। নিজের দ্বিতীয় গোল তুলে নেন সালাহ। পাঁচ মিনিট পর হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন। কিন্তু তার শট পোস্টে আটকে গেলে হ্যাটট্রিকবঞ্চিত হন মিসরীয় তারকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments