স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ”ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন”-ইপসা কর্তৃক বাস্তবায়নাধীন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় পরিচালিত রেজিলিয়েন্ট হোমস্টীড এন্ড লাইভলিহুড সাপোর্ট টু দি ভার্নারেবল কোস্টাল পিপলস অফ বাংলাদেশ (আরএইচএল) প্রকল্পের আওতায় ২৫ ও ২৬ নভেম্বর, ২০২৪ ইং ,কক্সবাজার জেলার রামু উপজেলাধীন খুনিয়াপালং, দক্ষিণ মিঠাছড়ি ও চাকমারকুল ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির প্রভাব মোকাবেলায় ২৩০ জন উপকারভেগীর মধ্যে মোট ১,৬৭০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা ও গাছের ঘেরার জন্য নেট বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে ছিল ২৩০ টি নারিকেল, ৬৯০ টি সুপারি, ২৩০ টি নিম, ১৬০ টি সফেদা, ১৩০ টি কদবেল ও ২৩০ টি থাই পেয়ারা চারা। উক্ত চারা বিতরণ কর্মসূচি সমূহতে উপস্থিত ছিলেন- অত্র এলাকার ইউপি সদস্য জনাব মোহাম্মদ সোহেল, জনাব আমির হামজা, মহিলা মেম্বার জনাবা মিনুন নাহার, ইপসা কক্সবাজার ও আরএইচএল প্রকল্পের ফোকাল পার্সন জনাব মোহাম্মদ হারুন, ইপসা; ইপসা-ইডিপি কক্সবাজার-এর এরিয়া ম্যানেজার জনাব পম্পু বড়ুয়া; আরএইচএল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ আমিনুর রহমান সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও প্রকল্প কর্মকর্তাগণ উপকূলের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকির প্রভাব মোকাবেলা নিশ্চিত করতে ফলজ, বনজ ও ঔষধি গাছের গুরুত্ব ও উপকারিতা নিয়ে আলোচনা করেন। উপস্থিত উপকারভোগীরা বিনামূল্যে গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এগুলো যত্নসহকারে পরিচর্যা করে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করনে। অত্র এলাকার জলবায়ু পরিবর্তনের ঝুঁকির প্রভাব মোকাবেলায় এবং পরিবেশগত উন্নয়নে বসতভিটায় বৃক্ষরোপন কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূসিকা রাখবে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকির প্রভাব মোকাবেলায় ইপসা কর্তৃক বাস্তবায়নাধীন আরএইচএল প্রকল্পের আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
RELATED ARTICLES