উগান্ডার কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় অনুপ্রবেশ করে ৬ হাজার ২০০ উগান্ডান শিলিং (প্রায় ১ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার) চুরি করেছে হ্যাকাররা। দেশটির রাষ্ট্রীয় সংবাদপত্র নিউ ভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওয়েস্ট’ নামে পরিচিত একটি হ্যাকার দল এই সাইবার হামলা চালিয়েছে। দলটি দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক। তারা চুরি করা অর্থের একটি অংশ জাপানে স্থানান্তর করেছে।
নিউ ভিশন আরও জানিয়েছে, ব্যাংকটি চুরি যাওয়া অর্থের অর্ধেকেরও বেশি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে ব্যাংক বা উগান্ডার পুলিশ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।এই ঘটনার পর উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি তদন্তের নির্দেশ দিয়েছেন।অন্যদিকে, দেশটির স্বতন্ত্র সংবাদপত্র ডেইলি মনিটর দাবি করেছে, চুরির ঘটনায় হ্যাকারদের সঙ্গে ব্যাংকের কর্মীদের যোগসাজশ থাকতে পারে।উগান্ডায় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে সাইবার চুরির ঘটনা আগেও ঘটেছে। তবে, গ্রাহকদের আস্থা সংকটের আশঙ্কায় অনেক প্রতিষ্ঠানই এসব ঘটনা প্রকাশ্যে আনতে চায় না বলে জানিয়েছে পুলিশ।