এইচআইভিতে আক্রান্ত শতাধিক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছে কুয়েত। দেশটির বার্ষিক এইডস ও যৌন রোগবিষয়ক সম্মেলনে স্বাস্থ্য কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডা. আহমেদ আল আওয়াধি এইডস মহামারি মোকাবিলায় আঞ্চলিক নেতা হিসেবে কুয়েতের অবস্থানের ওপর জোর দেন।কুয়েত ইউএনএআইডিএস-এর ৯০-৯০-৯০ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। অর্থাৎ এইচআইভিতে আক্রান্ত ৯০ শতাংশ লোককে শনাক্ত করা, তারা তাদের অবস্থা সম্পর্কে সচেতন ও ৯০ শতাংশকে কার্যকর চিকিৎসা প্রদান করা।আল আওয়াধি বলেন, জাতীয় কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে আমাদের পরবর্তী লক্ষ্য হলো ৯৫-৯৫-৯৫ লক্ষমাত্রা অর্জন করা।তিনি বলেন, কুয়েত স্বেচ্ছামূলক পরীক্ষা, কাউন্সেলিং সেবা প্রসারিত করছে। পাশাপাশি অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা করছে।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জনস্বাস্থ্য বিভাগ ও সংক্রামক রোগ হাসপাতালে বিদ্যমান সুবিধার পরিপূরক আহমদী স্বাস্থ্য জেলায় তৃতীয় ক্লিনিক খুলেছে। এই ক্লিনিকগুলো গোপনীয় পরীক্ষা ও কাউন্সেলিং প্রদান করে।
এইচআইভিতে আক্রান্ত শতাধিক প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত
RELATED ARTICLES