সম্প্রতি সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এর জেরে দেশটিতে এখনো রাজনৈতিক উত্তেজনা কাটেনি। কারণ তাকে অভিশংসের জন্য বিরোধীরা অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে ইউনের অভিশংসনের জন্য দেশটির সংসদের সামনে অবস্থান নিয়েছিল হাজার হাজার জনতা।প্রথম অভিশংসন থেকে রেহাই পেয়েছিলেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। কারণ ক্ষমতাসীন দলের সদস্যরা ভোটাভুটির দিন সংসদ থেকে বের হয়ে গিয়েছিলেন।তবে ফের অভিশংসনের মুখোমুখি হতে চলেছেন তিনি। জানা গেছে, শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল চারটার দিকে তার বিরুদ্ধে ভোটাভুটি হবে।এর আগে ইউন তার রাজনৈতিক বিরোধীদের সমালোচনা করে রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করেন।তিনি বলেন, উত্তর কোরিয়া নির্বাচনকে হ্যাক করেছে। তাছাড়া গণতন্ত্র রক্ষায় সামরিক শাসন আইনগত পদক্ষেপ ছিল বলেও উল্লেখ করেছেন।এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আমি শেষ পর্যন্ত লড়াই করে যাবো।
দ. কোরিয়ার প্রেসিডেন্ট দ্বিতীয় অভিশংসনের মুখোমুখি
RELATED ARTICLES