এস এম আলম, ১৪ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন পাবনা কর্তৃক শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। সভায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। সভায় উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সামসুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ সহ বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন আরিফ বিল্লাহ।