Homeজেলা সংবাদডিকেআইবি পাবনা জেলার যৌথসভা ও শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন

ডিকেআইবি পাবনা জেলার যৌথসভা ও শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন

এস এম আলম, ১৪ ডিসেম্বর: ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) পাবনা জেলা শাখার যৌথসভা ও নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার উপপরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে জেলা নির্বাহী কমিটির সকল সদস্য ও উপজেলা কমিটির সভাপতি-সম্পাদকগন অংশগ্রহন করেন। প্রথম অধিবেশনে জেলা রিটার্নিং অফিসার পূন:তফসিল নির্বাচিত সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও দপ্তর সম্পাদক মাজেদুল ইসলাম কে শপথ বাক্য পাঠ করান। দ্বিতীয় অধিবশনে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ পাবনা জেলা সভাপতি আবু সাঈদ শেখর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি-অ্যাব এর কেন্দ্রীয় নেতা এ্যাড. জুলফিকার আলী। সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ এর সঞ্চলনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ বগুড়া অঞ্চলের সভাপতি একেএম মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক এনামুল হক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাফাজ উদ্দিন, সদর উপজেলা সভাপতি কামরুজ্জামান, চাটমোহর উপজেলা সভাপতি ছাইদুর রহমান, বেড়া উপেজলা সভাপতি নজরুল ইসলাম, সাথিয়া উপজেলার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments