Homeখেলাধুলাঅভিষেকেই জাত চেনালেন ১৯ বছরের কনস্টাস

অভিষেকেই জাত চেনালেন ১৯ বছরের কনস্টাস

বয়স মাত্র ১৯। খেলতে নামবেন ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট। প্রতিপক্ষ আবার শক্তিশালী ভারত। সবমিলিয়ে মেলবোর্নে ৯০ হাজার দর্শকের সামনে স্যাম কনস্টাস কতটা নার্ভাস থাকবেন, ম্যাচ শুরুর আগে সে আলোচনাই ছিল বেশি।কনস্টাস যেন সবার মুখ বন্ধ করে দিলেন। অভিষেকেই জাত চেনালেন ১৯ বছরের ব্যাটার। ওপেনিংয়ের মতো গুরুত্বপূর্ণ পজিশনে অভিষিক্ত হয়ে ফিফটি হাঁকালেন, বিশ্বের এক নম্বর বোলার জাসপ্রিত বুমরাহকে রিভার্স সুইংয়ে ছক্কা হাঁকিয়ে দেখালেন আগ্রাসনের ছবিও।ভারতের বিপক্ষে মেলবোর্নের বক্সিং ডে টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। অভিষেককারী স্যাম কনস্টাসকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন উসমান খাজা। ভারতের হয়ে নতুন বলে পিচের উভয় প্রান্ত দিয়ে আক্রমণ শুরু করেন বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

নবাগত স্যাম কনস্টাস এক্ষেত্রে সিরাজকে নয়, বরং টার্গেট করেন ভারতের তথা বিশ্বের এক নম্বর বোলার বুমরাহকে। তিনি ম্যচের তৃতীয় ওভারেই বুমরাহর বলে রিভার্স স্কুপ খেলার চেষ্টা করেন। যদিও ব্যর্থ হন। ইনিংসের পঞ্চম ওভারে ফের বুমরাহর বিরুদ্ধে রিভার্স শট খেলার চেষ্টা করে ব্যর্থ হন কনস্টাস।শেষমেশ ইনিংসের সপ্তম ওভারে বুমরাহর বিরুদ্ধে আক্রমণ শানাতে সক্ষম হন কনস্টাস। তিনি ৬.১ ওভারে স্কুপ শটে বুমরাহকে চার মারেন। ৬.২ ওভারে রিভার্স স্কুপ শটে বুমরাহকে ছক্কা হাঁকান কনস্টাস। এই ছক্কার সুবাদে বিরল এক নজির গড়ে ফেলেন কনস্টাস।

২০২১ সাল থেকে কোনও ব্যাটার টেস্টে বুমরাহকে ছক্কা মারতে পারেননি। ১৯ বছরের কনস্টাস সেই কৃতিত্ব অর্জন করেন। বুমরাহ টেস্টে ৪৪৮৩টি বল পরে ফের ছক্কা হজম করেন।৬.৫ ওভারে ফের রিভার্স স্কুপে বুমরাহকে চার মারেন কনস্টাস। বুমরাহর সেই ওভারে ১৪ রান ওঠে। ইনিংসের ১১তম ওভারে বুমরাহকে ফের ২টি চার ও ১টি ছক্কা মারেন কনস্টাস। সেই ওভারে ১৮ রান ওঠে। টেস্ট অভিষেকে মাত্র ৫২ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন স্যাম কনস্টাস। সাহায্য নেন ৫টি চার ও ২টি ছক্কার।শেষমেশ রবীন্দ্র জাদেজা জল ঢালেন কনস্টাসের আগুনে। ইনিংসের ১৯.২ ওভারে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন নবাগত অজি ওপেনার। সাজঘরে ফেরার আগে তিনি ৬৫ বলে ৬০ রানের মারকাটারি ইনিংস খেলেন। মারেন ৬টি চার ও ২টি ছক্কা। অস্ট্রেলিয়া ওপেনিং জুটিতে ৮৯ রান তুলে ফেলে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ১১৯ রান। উসমান খাজা ৪২ আর মার্নাস লাবুশেন ১৪ রানে অপরাজিত আছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments