এস এম আলম, ২ জানুয়ারি: “নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার” এই প্রতিপাদ্যে পাবনায় র্যালী ও মুক্ত আড্ডার মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে শহরের মুজাহিদ ক্লাব মোড় থেকে বর্ণাঢ্য র্যালী বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা। আড্ডায় অংশ গ্রহন করেন পাবনার জেলা প্রশাসক মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. কামরুজ্জামান, পাবনা জেনারেল হাসপাতালের মেডিসিন সিনিয়র কনসালটেন্ট ড. সালেহ মোহাম্মদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবীর, প্রবেশন অফিসার হাফিজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজিনুর ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
