Homeজেলা সংবাদপাবনা থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ধুনট থেকে উদ্ধার : ছিনতাইকারী গ্রেফতার

পাবনা থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ধুনট থেকে উদ্ধার : ছিনতাইকারী গ্রেফতার

এস এম আলম,: গত ২৩ ডিসেম্বর চরঘোষপুর থেকে ব্যাবসায়ী আসাদুল হক (২৩) তার ব্যবসা প্রতিষ্ঠান হতে নিজ বাড়ি ফেরার অজ্ঞাত ২/৩ জন অস্ত্র সস্রে সজ্জিত হয়ে বাদীর পথ রোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে তার একটি জিক্সার মোটর সাইকেল ছিনিয়ে নেয়। এ ঘটনায় পাবনা থানার মামলা নং ০৮(০১)২০২৫ ধারাঃ ৩৯২ পেনাল কোড রুজু হলে মামলার তদন্তকারী কর্মকর্তা হেমায়েতপুর পুলিশ ফাঁড়ীতে কর্মরত এসআই/রাজিব হাসান টিম পাবনা থানার সার্বিক সহয়তায় ছিনতাইয়ে সরাসরি জড়িত একাধিক মামলার আসামী ১/ জনি খাঁ (৩৪), পিতা- আইয়ুব খাঁ, সাং কুঠিবাড়ি, থানাও জেলা-পাবনাকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে এবং ছিনতাইকৃত মোটরসাইকেল বগুড়া জেলার ধুনট থানাধীন এলাকায় অপর আসামী ২/সুজন এর নিকট রেখে আসে মর্মে জানাই। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে আইও সঙ্গীয় অফিসার ফোর্স সহ গত গত ৩ জানুয়ারি কগুড়া জেলার ধুনট থানার সহযোগিতায় অভিযান পরিচালনা করিয়া ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও অপর আসামী সুজন কে গ্রেফতার করে। আসামীদের বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments