অবশেষে চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।জাস্টিন ট্রুডো বলেন, আমি ক্রমবর্ধমান চাপের মধ্যে লিবারেল পার্টির নেতা ও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরিকল্পনা নিয়েছি। দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবো।এর আগে তিনটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য গ্লোবাল অ্যান্ড মেইল জানিয়েছে, কানাডার ক্ষমতাসীন দল লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। পদত্যাগ করতে চলেছেন জাস্টিন ট্রুডো।
পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো
RELATED ARTICLES