Homeখেলাধুলাআর্সেনালকে হারিয়ে ফাইনালে এক পা নিউক্যাসেলের

আর্সেনালকে হারিয়ে ফাইনালে এক পা নিউক্যাসেলের

ইংলিশ কারাবাও কাপে সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে চমক দেখিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড। মিকেল আরতেতার দলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। দুর্দান্ত জয়ে ফাইনালে এক পা রেখেছে ইডি হাওয়াইয়ের দল।মঙ্গলবার রাতে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসেলের হয়ে গোল করেন আলেক্সান্ডার আইজ্যাক (৩৭ মিনিটে ) ও অ্যান্থনি গর্ডন (৫১ মিনিটে)। নিউক্যাসেলের জার্সিতে গতকাল ৫০তম গোলটি করেন আইজ্যাক।হোমে গোলের অনেকগুলো সুযোগ তৈরি করেছে আর্সেনালও। দারুণ ফিনিশিংয়ের অভাবে চেষ্টার শেষ দেখতে পারেনি গানাররা। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ মিস করেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেলি। জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার গোল্ডেন চান্স মিস করেন।১৯৫৫ সালের পর কোনো বড় ট্রফি জিততে পারেনি নিউক্যাসেল। এবার তাদের সামনে দারুণ সুযোগ। বহু বছরের প্রতিক্ষিত সুযোগটি ভালোভাবে লুপে নিতে দ্বিতীয় লেগেও এই ফর্ম ধরে রাখতে হবে হাওয়াইয়ের দলের।মঙ্গলবারের আগে সব ধরনের প্রতিযোগিতায় ১৩ ম্যাচে অপরাজিত ছিল আর্সেনাল। কিন্তু নিউক্যাসেলের বিপক্ষে সেরা খেলাটা দেখাতে পারেনি আরতেতার দল। যে কারণে থেমে যায় গানারদের অপরাজেয় যাত্রা।অন্যদিকে নিউক্যাসেলের আইজ্যাক বর্তমানে ফর্মের চূড়ায় আছেন। সর্বশেষ ১০ ম্যাচে ৯ গোল করেছেন সুইডেন ফরোয়ার্ড।ঘরের মাঠ সেইন্ট জেমস পার্কে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় লেগ খেলবে নিউক্যাসেল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments