এস এম আলম, ৯ জানুয়ারি: জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর মুক্তমঞ্চে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহারুল ইসলাম, পাবনা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক স্বপন কুমার কর্মকার, সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখা ইউসুফ আরফান বিপ্লব, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাবনা জেলা শাখা মোঃ মাকসুদুর রহমান মাসুদ, সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী পাবনা জেলা শাখা অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল গাফফার খান, ইসলামী আন্দোলন পাবনা জেলা শাখা মোঃ আরিফ বিল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের এক তৃতীয়াংশ জনগোষ্ঠী যুব সমাজ এই যুবকদের কে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নেই।
