Homeজাতীয়সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভারতীয় হাইকমিশনারকে তলব

সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভারতীয় হাইকমিশনারকে তলব

বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনার জন্য ঢাকা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে।দুই প্রতিবেশী দেশের সীমান্তে বিরোধ ও উত্তেজনা বৃদ্ধির পর ভারতীয় হাইকমিশনারকে রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করতে দেখা গেছে।এ সময় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।বৈঠকের পর প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের বোঝাপড়া হয়েছে। আমাদের দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ ও বিজিবি এই বিষয়ে যোগাযোগ করেছে। আমরা আশা করছি, সমঝোতা বাস্তবায়ন করা হবে এবং অপরাধ দমনে সহযোগিতামূলক পদ্ধতি গ্রহণ করা হবে।হাইকমিশনার আরও বলেন, তিনি ও পররাষ্ট্র সচিব সীমান্তে অপরাধ, চোরাচালান ও অপরাধীদের চলাচল বন্ধ নিশ্চিত করতে এবং পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলার জন্য ভারতের প্রতিশ্রুতি নিয়েও আলোচনা করেন।এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মন্ত্রণালয়কে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। সে সময় বিষয়টি সমাধানের জন্য ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments