Homeজাতীয়দূষণবিরোধী অভিযানে ২২ লাখ টাকা জরিমানা

দূষণবিরোধী অভিযানে ২২ লাখ টাকা জরিমানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযানে মোট এক কোটি ২১ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) সারাদেশে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, আজ ইটভাটার বিরুদ্ধে অভিযানে ঝালকাঠি, ঢাকা ও টাঙ্গাইল জেলায় দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫টি মামলায় ১৩ লাখ টাকা জরিমানা আদায় এবং তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।শিল্পকারখানার দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপের অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলায় একটিভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে স্টিল/রি-রোলিং মিল থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।সিসা/ব্যাটারি গলন বন্ধে অভিযানে নারায়ণগঞ্জ ও ঢাকা জেলায় তিনটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠান থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় এবং তিনটি কারখানার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এদিকে, কালো ধোঁয়া নির্গমন বন্ধে ব্যবস্থা নিতে রাজধানীর বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে চারটি যানবাহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের জন্য ঝিগাতলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে ঢাকার শ্যামলী এলাকায় বিভিন্ন সুপারশপ ও গোপালগঞ্জে দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। পাশাপাশি ১০টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।পরিবেশ মন্ত্রণালয়ের দূষণবিরোধী এ বিশেষ অভিযান চলমান থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments