Homeখেলাধুলাপাকিস্তানের স্কোয়াডে ফিরলেন বাদ পড়া দুই ক্রিকেটার

পাকিস্তানের স্কোয়াডে ফিরলেন বাদ পড়া দুই ক্রিকেটার

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণা করে দিল আয়োজক দেশ পাকিস্তানও। ১৮ জনের দল ঘোষণা করেছে তারা। দলে ফিরেছেন বাদ পড়া দুই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে চোট পাওয়া এই দুই ক্রিকেটারকে অবশ্য প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছে।পাকিস্তানের দলে চমক হিসেবে ফিরিয়ে আনা হয়েছে ফাখর জামান ও ইমাম-উল হক। দুই ক্রিকেটারই বেশ কিছুদিন পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে ব্রাত্য ছিলেন। বাবর আজমের নেতৃত্ব যাওয়ার পরে তার সমর্থনে মুখ খুলে বোর্ডের রোষের মুখে পড়েছিলেন ফাখর।তাকে বাদ দেওয়া হয়েছিল। ২০১৭ সালে এই ফাখরের ব্যাটেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। সেটিই পাকিস্তানের জেতা শেষ আইসিসি ট্রফি। ফাখরের অভিজ্ঞতার জন্য নেওয়া হয়েছে তাকে। ইমামের অভিজ্ঞতাকেও গুরুত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

নজর ছিল আরও একটি নামের দিকে। সাইম আইয়ুব। পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে নজর কেড়েছেন এ বাঁ-হাতি ব্যাটার; কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে চোট পেয়েছেন তিনি। জানা গেছে, আপাতত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার ঢোকা কঠিন। আপাতত আইয়ুবকে বাদ রাখা হয়েছে। যদি তিনি যথা সময়ে সুস্থ হতে পারেন তাহলে ১৫ জনের দলে ঢুকে পড়বেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের অধিনায়ক থাকছেন মোহাম্মদ রিজওয়ান। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি সুফিয়ান মুকিম, কামরান গুলাম, সালমান আলি আগাদের মতো নতুনদেরও রাখা হয়েছে দলে।১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের প্রাথমিক দল

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, কামরান গুলাম, সালমান আলি আগা, ইমাম-উল হক, ফাখর জামান, হাসিবুল্লাহ, আব্বাস আফ্রিদি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments