এস এম আলম, ১৫ জানুয়ারি: ঐতিহ্যবাহী পাবনা শহর যানজট নিরশনে কাজ করছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। বিকেলে পাবনার শহর প্রাণকেন্দ্র হামিদ রোডে তীব্র যানজট নিরসনের জন্য পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক বলেন, প্রাচীনতম এই শহরে ব্যাটারি চালিত অটোরিক্সার কারণে শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনের জন্য শহরের প্রধান সড়ক গুলোতে ব্যাটারি চালিত অটোবাইক চলাচল করার নিষেধ করা হয়েছে। এতে করে যানজটমুক্ত শহর হবে স্বস্তি পাবে সাধারণ মানুষ। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পাবনার পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম, ট্রাফিক বিভাগের টিআই সাদাকাতুল বারি, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ অন্যান্যরা।
ঐতিহ্যবাহী পাবনা শহরে যানজট নিরশনে কাজ করছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন
RELATED ARTICLES