এস এম আলম, ১৬ জানুয়ারি: বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বর্ধিত ভ্যাট ও সম্পুরক শুল্কের চাপে সংকটে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা। “বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি” প্রত্যাহারের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি পাবনা শাখার আয়োজনে প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য বলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বর্ধিত ভ্যাট ও সম্পুরক শুল্কের চাপে সংকটে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা। “বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি” প্রত্যাহারের দাবি করেন এবং অযৌক্তিক দাবি প্রত্যাহারের দাবীও করেন রেস্তোরাঁ মালিকরা। এ সময় পাবনা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ প্রামাণিক বাচ্চু, তৌহিদুজ্জামান, হাসানুর রহমান সহ রেস্তোরাঁ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম এবং সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ অটল গোস্বামী।

