Homeখেলাধুলাপদত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ

পদত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ

বাংলাদেশ জাতীয় ক্রিকেটে দলের সহকারী কোচ নিক পোথাস পদত্যাগ করেছেন। চুক্তি মেয়াদ এক বছর বাকি থাকতেই নাজমুল হোসেন শান্তর দলের দায়িত্ব ছেড়েছেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে পারিবারিক বিষয়কে উল্লেখ করেন দক্ষিণ আফ্রিকার এই কোচ।নাফিস জানান, পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির সঙ্গে কাজ না করার কথা জানিয়েছেন পোথাস। গেল ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন সময়েই এটি বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি।২০২৩ সালে পোথাসকে সহকারী কোচ নিয়োগ করে বিসিবি। দক্ষিণ আফ্রিকানের সঙ্গে চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র এক মাস আগে পোথাসের পদত্যাগ বাংলাদেশের ক্রিকেটে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না, তা নিয়েই উদ্বিগ্ন ভক্তরা। পোথাসের জায়গা নতুন কাউকে নিয়োগ করা হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি বিসিবি।বিসিবিকে আগেই জানিয়ে রাখলেও আনুষ্ঠানিক ঘোষণা দেননি পোথাস। আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি। নিজের ফেসবুকে এক পোস্টে শান্তদের দায়িত্ব ছাড়ার কথা জানান পোথাস। পোস্টে তিনি লেখেন, ‘অন্য সব ভালো কিছুর মতো এই অধ্যায়েরও সমাপ্তি হতেই হতো। বিসিবিতে কিছু অসাধারণ মানুষের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি। যে পথচলায় অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস গড়েছি, অসাধারণ স্মৃতিও গড়েছি। এখন ঘরে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। দেখা যাক পরের অধ্যায়ে কী আছে।’টাইগারদের মঙ্গল কামনা করে পোথাস লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকের জন্য এবং সামনে রোমাঞ্চকর একটি বছরের জন্য আমার শুভকামনা থাকলো। আমি তোমাদের মিস করবো।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments