এস এম আলম, ১৭ জানুয়ারি: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি উপমহাদেশের প্রখ্যাত নায়িকা পাবনার সন্তান সুচিত্রা সেনের ১১ তম প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার সকালে তার ভাস্কর্য ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সহ সরকারি কর্মকর্তারা ফুল দেন। পরে সুচিত্রা স্মৃতি পরিষদের পক্ষ থেকে তার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সুচিত্রা সেন স্মৃতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য দেন সুচিত্রা সেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর নরেশ মধু, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, নতুন চোখ পত্রিকার প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, সম্মিলিত সংস্কৃতি জোটের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খোকন, কৃষিবিদ ডক্টর জাকির সাদিক, মাহবুব আলম লিটন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে সুচিত্রা সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

