Homeআন্তর্জাতিকচলতি সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে যাবেন ট্রাম্প

চলতি সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে যাবেন ট্রাম্প

চলতি সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শুরুর পর দাবানলে ক্ষতিগ্রস্ত এই অঙ্গরাজ্যে প্রথমবারের মতো সফরে যাচ্ছেন তিনি। দুই সপ্তাহ আগে ভয়াবহ দাবানলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।শপথের আগে এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন যে, তিনি শুক্রবার ক্যালিফোর্নিয়ায় সফর করবেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম সোমবার এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের দিকে তিনি তাকিয়ে আছেন এবং এটি নাগরিকদের ক্ষতি কাটিয়ে ওঠা ও পুনর্গঠনে ভূমিকা রাখবে।


এর আগে গত সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের মসনদে বসেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, নির্বাচনে জয় লাভের একটি বড় কারণ ছিল সামরিক বাহিনীর সঙ্গে তার সম্পর্ক। তিনি বলেন, আমাকে বলতেই হবে, আমরা সত্যিই সামরিক বাহিনীর সহায়তায় জিতেছি।ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, পিট হেগসেথের নেতৃত্বে দেশ আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী পাবে যুক্তরাষ্ট্র। হেগসেথ দেশটির পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন।ট্রাম্প বলেন, আমরা একটি মজবুত আয়রন ডোম গড়ে তুলবো। আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা। আমরা পরাজিত হবো না, অপমানিত হবো না। আমরা শুধু জিতবো, জিতবো এবং জিতবো।

ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবেই বলেন যে, তার প্রশাসন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে, তবে তা ব্যবহার করার প্রয়োজন পড়বে না আমাদের।ওভাল অফিসে দায়িত্ব নেওয়ার পরই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। অপরদিকে তার অভিষেকের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ হয়েছে। ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীরা নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসে সমবেত হয়েছেন।নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্ক, শিকাগোর ট্রাম্প টাওয়ার, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসের সিটি হলের বাইরে ট্রাম্প-বিরোধী র‍্যালিতে অংশ নেন বিক্ষোভকারীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments