এস এম আলম, ২৫ জানুয়ারি: পাবনায় জেলা অটোটেম্পো অটোরিক্সা ও ট্যাক্সী মালিক সমিতির নির্বাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা অটোটেম্পো অটোরিক্সা ও ট্যাক্সী মালিক সমিতির সভাপতি মোঃ আব্বাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এ্যাডভোকেট মোঃ নাজমুল হোসেন শাহীন, বিশেষ অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক পাবনা জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি মোঃ রেহানুল ইসলাম (বুলাল)। সভার সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা। আরও বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহেল কাফী খান (কাফী), সড়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (এনাই), সাধারণ সম্পাদক মোঃ এহসান আলী বিশ্বাস, সহঃ সাধারণ সম্পাদক মোঃ বরাত হোসেন। নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ নাজমুল হোসেন (শাহীন), পাবনা জেলা অটোটোম্পা অটোরিক্সা ও ট্যাক্সী মালিক সমিতি সদস্য শ্রী সুভাভ দেব, নির্বাচন পরিচালনা কমিটি ও জেলা অটোটোম্পা অটোরিক্সা ও ট্যাক্সী মালিক সমিতির সদস্য ইমদাদুল।
