এস এম আলম, ২৫ জানুয়ারি: পাবনায় উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকালে স্কুল ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন জেলা স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্ট এর পরিচালক মোঃ আব্দুল খালেক। স্কুলের পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল খতিব শাহনাজ সুলতানা। প্রতিযোগিতার মশাল প্রজ্জলন করেন পুলিশ সুপার মো: মোরতোজা আলী খাঁন। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ আবু তাহের, স্কয়ার ফার্মার ডেপুটি জেনারেল ম্যানেজার খায়রুল আলম,স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের হেড অব ফ্যাক্টরী আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান,পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মির্জা, এড হোক কমিটি পাবনা জেলা ক্রীড়া সংস্থা ইঞ্জিনিয়ার সোহেল রানা সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। প্রতিযোগিতার শুরুতেই ছিল শিক্ষার্থীদের এক মনোমুগ্ধকর মার্চ পাস এবং ডিসপ্লে। পরে দৌড়, হাই জাম্প, লং জাম্প, যেমন খুশি তেমন সাজ সহ ৩৪ টি ইভেন্টে স্কুলের ৩শ প্রতিযোগী অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
পাবনায় স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
RELATED ARTICLES