এস এম আলম, ২৬ জানুয়ারি: “ঐক্যবদ্ধ কাজ করি,কুষ্ঠ মুক্ত দেশ গড়ি ” এই পতিপাদ্যে নানা আয়োজনে পাবনায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে পাবনা সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালী বেড় হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পাবনার সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ্ দেওয়ান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ খাইরুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস বৈশাখী, জেলা সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাঃ ইশায়াত জামান সুমিত সহ অনেকে।
