এস এম আলম, ২৯ জানুয়ারি: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচার কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা তথ্য অফিসের আয়োজনে পাবনা জেলা পরিষদ রশিদ হলে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম -এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, ওসি অপারেশন পাবনা সদর সঞ্জয় কুমার সাহা, জামায়াতে ইসলামী বাংলাদেশ পাবনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, গণঅধিকার পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মাস্টার, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা মোঃ শাওন হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়ক আসিফ আহম্মেদ, এস এম কিবরিয়া হোসেন, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও নতুন চোখ পত্রিকার প্রকাশক এস এম আলম। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক , ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম এবং সঞ্চালনা করেন সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর পাবনা মোঃ আবু হানিফ মিয়া।
