এস এম আলম, ১ ফেব্রুয়ারি: পাবনায় যানযট নিরসন ও সকল লাইসেন্সবিহীন অবৈধ যানবাহনগুলোকে আইনের আওতায় আনার জন্য জেলা পৌরসভা ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানটি আব্দুল হামিদ রোড, ইনদারা মোড়, জুবলী ট্যাংক সহ শহরের প্রধান প্রধান সড়কে পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা দুলাল উদ্দিন, ট্রাফিক পরিদর্শক আরিফ, পৌর ইন্সপেক্টর আসাদ, লাইসেন্স ইন্সপেক্টর আব্দুল লতিফ সহ ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের সদস্যবৃন্দ।

