Homeখেলাধুলাসালাহর জোড়া গোল, লিভারপুলের জয়

সালাহর জোড়া গোল, লিভারপুলের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভাব হয়েছিল এএফসি বোর্নমাউথের। টেবিলের সেরা চারের ৩টি দল-আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে দিয়েছিল ক্লাবটি। সর্বশেষ টেবিলের তিনে থাকা নটিংহ্যাম ফরেস্টের জালে দিয়েছিল ৫ গোল।সম্প্রতি বোর্নমাউথের ফর্ম দেখে ফুটবলভক্তরা মুখিয়ে ছিলেন লিভারপুলের বিপক্ষে কেমন করে তারা। মূলত, নতুন আরও একটি দেখার অপেক্ষা করছিলেন ভক্তরা। তবে পায়ের জাদুকে বোর্নমাউথের সেসব সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মোহাম্মহ সালাহ। জোড়া গোল করে লিভারপুলকে উপহার দিয়েছেন ২-০ ব্যবধানের জয়। লিগে এ নিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকলো লিভারপুল।দুর্দান্ত জয়ে পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে টেবিলটপার লিভারপুল। দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে গেছে অলরেডরা।২৩ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৫৬। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৪৭। এক ম্যাচ বেশি খেলে আর্সেনালের সমান পয়েন্ট নিয়ে তিনে আছে নটিংহ্যাম ফরেস্ট।শনিবার রাতে বোর্নমাউথের মাঠে সালাহ প্রথম গোল করেন ৩০ মিনিটে পেনাল্টি শটে। ডি-বক্সের ভেতর লিভারপুলের কোডি গাকপোকে ফাউল করেন স্বাগতিক দলের লুইস কুক।৭৫ মিনিটে দ্বিতীয় গোল করেন সালাহ। কার্টিস জোনসের অ্যাসিস্টে গোলটি করেন মিশরীয় ফরোয়ার্ড। এতে ২-০ তে এগিয়ে যায় লিভারপুল। চলতি মৌসুমে এ নিয়ে ২১টি গোল করলেন সালাহ।ম্যাচ শেষে সালাহ বলেন, ‘গোল করেছি ও দল জিতেছে, এটা অবিশ্বাস্য অনুভূতি। তবে আমি এর আগেও অনেকবার বলেছি, মূল লক্ষ্য প্রিমিয়ার লিগ জেতা। আমরা সঠিক পথেই যাচ্ছি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments