এস এম আলম, ৩ ফেব্রুয়ারি: পাবনায় শ্রী শ্রী জয়কালি বাড়ি মন্দির এবং অনুপম স্মৃত সংঘে অনুষ্ঠিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। বিকেলে শহরের জয় কালী বাড়ি মন্দির ও অনুপম স্মৃতি সংঘে ছাত্র ছাত্রী দের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মহিলাদের শঙ্খ বাজানো এবং প্রদীপ জালানো প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী জয়কালী মন্দিরের সদস্য শুভ সান্যাল,সুব্রত চক্রবর্তী,অলোক পাল,ভাস্কর সান্যাল,অমিত কুন্ডু,খোকন বিশ্বাস,সৌমিত্র সাহা অপু,পুরোহিত মানিক বাগচী,শুভ্র চক্রবর্তী, অনিন্দিতা সান্যাল,অসীম দাস,রক্তিম দাস,কাজল দে, সঞ্জয় সিংহ, জীবন, রনি, পিয়াল, ধুসর, অনুভব,কৃষ্ণ,অর্নব,সাম্য,বৃত্ত,তুর্য,ঋষি সহ স্থানীয় হিন্দু স¤প্রদায়ের নেতৃবৃন্দ।
