Homeজেলা সংবাদছাত্র জনতার গণঅভ্যুত্থানে পাবনা জেলার ৬জন শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পাবনা জেলার ৬জন শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

এস এম আলম, ৬ ফেব্রুয়ারি: ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পাবনা জেলার ৬ জন শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের অর্থায়নে এই অর্থিক সহায়তা প্রদান করেন রাজশাহী বিভাগীয় কমিশন (এনডিসি) খোন্দকার আজিম আহমেদ। বিভাগীয় কমিশনার বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে এবং হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসকের নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা, জেলা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির পাবনা জেলা প্রতিনিধি এস এম আলম, ভারপ্রাপ্ত সম্পাদক পাবনা সংবাদপত্র মালিক গ্রুপ এবং সম্পাদক ও প্রকাশক দৈনিক পাবনার চেতনা এস এম আদনান উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জামাল উদ্দিন সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়া বক্তব্য দেন নিহত পরিবারের সদস্যবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পাবনা জেলার ৬জন শহীদ পরিবারের মাঝে ২লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments