Homeজেলা সংবাদপাবনায় স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পাবনায় স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

এস এম আলম, ১৩ ফেব্রুয়ারি: উৎসব মুখোর পরিবেশে পাবনায় অনুষ্ঠিত হল স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানার সার্বিক তত্বাবধায়নে আয়োজিত এ আনুষ্ঠানটি আরো উপভোগ করেন, পুলিশ সুপার মোরতোজা আলী খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেক, জেনারেল ম্যানেজার আবু তাহের, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ফ্যাক্টরী ম্যানেজার আবু মুসা মো: মনিরুল হাসান, স্কয়ার ফার্মার ডিজিএম প্রোডাকশন খায়রুল হাসান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক হারুন উর রশীদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে স্কুলের মেধাবী ও শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতেই ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ, ইমপাওয়ারমেন্ট ও লিডারশিপ অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী সায়মা খন্দকার, এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে মেধা তালিকায় দশম ও বিশতম স্থান অধিকারী তাহিয়াত তাবাসসুম ও ও নুরুল মাহির সহ বাংলাদেশ স্কাউট ও বাংলাদেশ গনিত অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ে কৃত্তিত্ব পূর্ন অবদান রাখা শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। পরে স্কুলের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর নাচ, গান নাটিকা সহ নানা আয়োজন মুগ্ধ করে দর্শকদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments