Homeজেলা সংবাদপাবনায় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব অনুষ্ঠিত

পাবনায় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব অনুষ্ঠিত

এস এম আলম, ১৭ মার্চ: পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসবে দেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর সহ দুরদুরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দের প্রচারণায় মুখরিত হয়ে উঠে পাবনার হিমাইতপুর। বৃহস্পতিবার থেকে তিন দিন ব্যাপী এই উৎসব শুরু হয়। সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। মহোৎসবের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী প্রাণ শঙ্কর দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট ব্যারিষ্টার মোহাম্মদ শিশির মনির। স্বাগত বক্তব্য রাখেন সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন। এসময় উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজিনূর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিনয় জ্যোতি কুন্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি শ্রী প্রভাস ভদ্র। এছাড়াও ধর্মীয় আলোচকবৃন্দ আলোচ্য বিষয়ের উপর আলোচনা করেন। সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মণ বকৃতায় বলেন, শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্মৃতিচারণ সভা, পুষ্পঅঞ্জলি অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সমবেত প্রার্থনা, বিনামূল্যে প্রসাদ বিতরণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি পালন করা হয়। আনন্দবাজারে সকাল ১১ টা থেকে শুরু হয়ে লক্ষাধিক ভক্তবৃন্দ তিন বেলা বিনামূল্যে খাওয়া দাওয়া করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. নরেশ চন্দ্র মধু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments