এস এম আলম, ২৩ মার্চ: পাবনা জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কার্ভ্যাড ভ্যান শ্রমিক ইউনিয়ন পাবনা জেলা শাখার মৃত ও আহত ৫২ জন শ্রমিক পরিবারের মাঝে নগদ সাড়ে ছয় লাখ টাকা বিতরণ করলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) পাবনা জেলা সভাপতি ও বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এবং জেলার সভাপতি মোজাম্মেল হক কবির। ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ’র সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন মান্নান মাস্টার, মোটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আবুল আহসান খান রেয়ন, ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক, শামসুর রহমান মানিক, পাবনা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, ট্রাক ইউনিয়নের সাবেক সভাপতি শহীদুর রহমান প্রমুখ।
