এস এম আলম, ২৬ মার্চ: পাবনায় যথাযত মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে রাত ১২:০১ মিটিতে পাবনার স্বাধীনতার স্মৃতিসৌধ দূর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পণ করেন পাবনা প্রেসক্লাব। সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষে পাবনার স্বাধীনতার স্মৃতিস্তম্ভ দূর্জয় পাবনা পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও পাবনার শহীদ এ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শিত হয়। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, নির্বাহী প্রকৌশলী সওজ সড়ক বিভাগ মনসুরুল আজিজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
