এস এম আলম, ৩১ মার্চ: পাবনায় উৎসব মুখোর পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদ-উল ফিতর। সকাল থেকে জেলার প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয় আরিফপুর সদর গোরস্থান মাঠ, পাবনা পুলিশ মাঠ, জেলা স্কুল মাঠ সহ বিভিন্ন মাঠ প্রাঙ্গনে। পাবনা পুলিশ মাঠে জামাতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খান। আরিফপুর সদর গোরস্থান মাঠে জামাতে অংশ নেন আরিফপুর সদর গোরস্থান ও লতিফ মর্জিনা ট্রাস্টের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ ধর্মপ্রাণ মুসল্লীগণ। আরিফপুর সদর গোরস্থানে ঈদের নামাজে ইমামতী করেন ড. আলহাজ্জ্ব আব্দুস সালাম। মাঠে ঈদ নামাজ পরবর্তী পাবনা আরিফপুর সদর গোরস্থানে কবর জিয়ারত করা হয়।
