এস এম আলম, ৭ এপ্রিল: পাবনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। “জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” – প্রতিপাদ্যে পাবনা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীতে নেতৃত্ব দেন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ডা রফিকুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস বৈশাখী, সারভিলেন্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডা. রাশেদুল বারী, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. জাহিদ কামাল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সিভিল সার্জন অফিস আব্দুল হাই সেখ সহ পাবনা সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
