Homeআন্তর্জাতিকভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। ভূমিকম্পের সময় রাজধানী তাইপেতে ভবনগুলো কেঁপে উঠেছে। খবর এএফপির।তাইপেইয়ের কাছাকাছি অবস্থিত ইলান কাউন্টিতে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস।ইলান কাউন্টির দমকল কর্তৃপক্ষ এএফপিকে জানিয়েছে যে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।প্যাসিফিক রিং অফ ফায়ারের কাছে দুটি টেকটোনিক প্লেটের ধারে অবস্থানের কারণে তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস বলছে, ভূমিকম্পের দিক থেকে বিশ্বের সবচেয়ে সক্রিয় অঞ্চল এটি।এর আগে দেশটিতে ২০২৪ সালের এপ্রিলে সর্বশেষ ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি ছিল ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী।ওই ভূমিকম্পে কমপক্ষে ১৭ জন নিহত হয় এবং বিভিন্ন স্থানে ভূমিধসের খবর পাওয়া যায়। হুয়ালিয়েনের আশেপাশের ভবনগুলো ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments