এস এম আলম, ১০ এপ্রিল: সারা দেশের ন্যায় পাবনাতেও ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সকালে বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারে জেলায় ৫৫ টি কেন্দ্র ৩৬ হাজার ৭শ’ ৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করছে এর মধ্যে দাখিল ৪হাজার ৯শ’ ৪১, কারিগরি ৪হাজার ৫শ’ ৬২ এবং জেনারেল শাখায় ২৭ হাজার ২শ’ ২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে অভিভাবকরা তাদের সন্তানদেরকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছে। পরীক্ষায় নকল মুক্ত করতে এবারের পরীক্ষায় জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন।
