এস এম আলম, ১৫ এপ্রিল: পাবনায় জুলাই-আগস্ট গণঅভ্যুথানে আহতদের হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই হেলথ কার্ড বিতরণ করা হয়। পাবনা সিভিল সার্জন মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এবং বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম। এই হেলথ কার্ডের মাধ্যমে জুলাই-আগস্ট আহতরা সরকারি সকল হাসপাতলে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। এ সময় ২৭ জন জুলাই আগস্ট আন্দোলনের আহতদের হাতে এই হেলথ কার্ড তুলে দেন অতিথিবৃন্দরা।
