এস এম আলম, ১৩ নভেম্বর: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান “জেগে উঠি শিল্পের টানে”। করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠানটি উপভোগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বনমালী শিল্পকলা কেন্দ্রের সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু । সন্ধ্যায় বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক ড. হাবিবুল্লাহ ও যুগ্ম সম্পাদক প্রলয় চাকীর পরিচালনায় বনমালীরর নিজস্ব শিল্পীরা মনোমুগ্ধকর গান, নাচ কবিতা আবৃত্তি পরিবেশন করেন । এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, স্কয়ার ফার্মার আবাসিক উপদষ্টা দবির উদ্দিন আহমেদ সহ স্থানীয় বিশিস্ট জনেরা।
পাবনায় স্কয়ার গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ”জেগে উঠি শিল্পের টানে”
RELATED ARTICLES