Homeজেলা সংবাদবনলতা বিরানী হাউজের যাত্রা শুরু

বনলতা বিরানী হাউজের যাত্রা শুরু


এস এম আলম,১৬ নভেম্বর, পাবনা : দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান বনলতা বিরানী হাউজের যাত্রা শুরু হয়েছে। সকালে জনাকীর্ণ শহরের আব্দুল হামিদ সড়কে এ বিরানী হাউজের উদ্বোধন করেন বনলতার সত্বাধিকারী মাসুদ রানা খোকন এবং পরিচালক অরুনুজ্জামান স্বপন। এসময় উপস্থিত ছিলেন বনলতার ব্যবস্থাপক তামিমুল ইসলাম এবং পারভেজ হোসেন।বনলতার এ রেস্টুরেন্টে বিরানী, কাচ্চি বিরানীসহ সহ সুস্বাদু দেশীয় খাদ্য পন্য পাওয়া যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments