
পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এস এম আলম,২২ নভেম্বর, পাবনা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ইতিহাসের খ্যাতনামা ব্যক্তিদের স্মৃতি বিজরিত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতিহাসের এই সন্ধিক্ষনে পাবনার স্বাধীনতা চত্বর থেকে এ অনুষ্ঠানে যোগ দেন স্বাধীনতা চত্বর বাস্তবায়ন কমিটির আহবায়ক, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু,

আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক দুদক কমিশনার শাহাব উদ্দিন চুপ্পু, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের সহধর্মিনী নাসিমা ইসলাম, পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু, সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোকবুল হোসেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস,

পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম ,জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল,অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্জ্ব লতিফ বিশ্বাস, ইউনিভার্সাল গ্রপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা ডায়বেটিস সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, মাছরাঙ্গা ব্যুরো চীফ উৎপল মির্জা ,’বাংলা টিভি’ এবং ”দেশ বার্তা ” জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ”নতুন চোখ” এর প্রকাশক সাংবাদিক এস এম আলম, রানা প্রপাইটারসের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা সহ পাবনা উপজেলা চেয়ারম্যানগণ, মেয়রগণ ও স্বাধীনতা চত্বর বাস্তবায়ন পরিষদের সদস্যরা।