এস এম আলম, ২২ নভেম্বর :নতুন আঙ্গিকে যাত্রা শুরুর পর গতকাল সন্ধ্যায় পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের মঞ্চে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাবনা পৌরসভার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাচ ও গান পরিবেশন করে। মনোজ্ঞ এ অনুষ্ঠানটি উপভোগ করেন পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর ইসলাম,স্কয়ার ট্রয়লেট্রিজের সহকারী মহা-ব্যবস্থপক আব্দুল হান্নান,মাছরাঙ্গা ব্যুরো চীফ উৎপল মির্জা, ’বাংলা টিভি’ এবং ”দেশ বার্তা ”জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ”নতুন চোখ” এর প্রকাশক সাংবাদিক এস এম আলম সহ বিপুল সংখ্যক দর্শক ।এ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রলয় চাকী।
অনুষ্ঠানটি উপভোগ করেন পাবনার সাংস্কৃতিকমনা জনগোষ্ঠী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।